দ্য ওয়াল ব্যুরো: নয়ডায় পণের দাবিতে ২৬ বছর বয়সী নিক্কির খুনের ঘটনায় মূল অভিযুক্ত মৃতার স্বামী বিপিনের পরকীয়া তত্ত্ব পুলিশের হাতে এসেছে। ২০২৪ সালে সেই প্রেমিকা বিপিনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। এই মামলায় নিক্কি নিজেও জড়িয়ে পড়েছিলেন বলে জানা গেছে (Nikki Dowry Murder Case)।
সূত্রে খবর, গত বছর অক্টোবরে গ্রেটার নয়ডার থানায় বিপিন ভাটির বিরুদ্ধে মারধরের অভিযোগে এফআইআর করেন এক তরুণী। অভিযোগ, এই ঘটনার কয়েকদিন আগেই নিক্কি ও তাঁর দিদি কাঞ্চন হাতেনাতে ধরে ফেলেছিলেন বিপিন ও তরুণীকে। নিজেকে নির্দোষ প্রমাণ করতেই প্রেমিকাকে মারধর করেছিলেন অভিযুক্ত।
#REL