দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের যোধপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। ভারতমালা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারল একটি ট্রাভেলার। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের, গুরুতর আহত আরও তিন জন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফালোদি এলাকার বাসিন্দা ওই পুণ্যার্থীরা কোলায়েত মন্দিরে দর্শন করে ফিরছিলেন। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে ছিল তাঁদের গন্তব্য। রবিবার রাতে ফেরার সময় হঠাৎই রাস্তার ধারে দাঁড়ানো একটি ট্রাককে প্রবল গতিতে ধাক্কা মারে তাঁদের ট্রাভেলারটি। সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়।