দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের একই অপারেশন থিয়েটারে ৪৩ মিনিটের ব্যবধানে জন্ম হয় এক পুত্র ও এক কন্যা শিশু। সেখানেই বিপত্তি! কোন সন্তান কার (Udaipur baby swap case), সেই নিয়ে বিভ্রান্তি গড়াল ডিএনএ টেস্ট (DNA Test) পর্যন্ত।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরের (Rajasthan Udaipur) এমবি হাসপাতালে। নবজাতক পুত্র শিশুকে ঘিরে দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। প্রত্যেকেই দাবি করছেন, সেই ছেলেটিই তাদের সন্তান। ২১ অক্টোবরের ওই ঘটনার সত্যতা যাচাই করতে দুই নবজাতকের মা-বাবার ডিএনএ নমুনা (DNA sample) পাঠানো হয়েছে জয়পুরের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে।
#REL