দ্য ওয়াল ব্যুরো: গ্রেটার নয়ডায় পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে খুনের মামলায় (Noida Dowry Death) মূল অভিযুক্ত, স্বামী বিপিনকে গুলি করল পুলিশ (Noida cops shoot dowry death accused in leg)। পুলিশের দাবি, শনিবার হেফাজতে থাকাকালীন পালানোর (tries to flee after arrest) চেষ্টা করার সময় তার পায়ে গুলি লাগে।
রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সিরসা চৌরাহার কাছে। জানা গেছে, স্ত্রী নিক্কিকে পুড়িয়ে মারার আগে যে দাহ্য পদার্থ কিনেছিল বিপিন, সেই ‘থিনার’-এর বোতল উদ্ধার করতে বিপিনকে নিয়ে যাচ্ছিল পুলিশ।
#REL