দ্য ওয়াল ব্যুরো: মালদহের কালিয়াচকের তরুণ আমির শেখকে দেশে ফেরাতে তৎপর হয়েছে বিএসএফ (BSF)। এমনটাই দাবি তাঁর পরিবারের। ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথাও হয়েছে। ভারতীয় অনুপ্রবেশকারী অভিযোগে বাংলাদেশে জেলে ছিলেন তিনি।
ঘটনা হল, আমির নিজে বাংলাদেশে যাননি।তিনি গিয়েছিলেন রাজস্থানে কাজের সন্ধানে। সেখানে পুলিশ তাঁকে গ্রেফতার করে বাংলাদেশে পুশ ব্যাক করে। তাঁর পরিবারের কালিয়াচকে কয়েক প্রজন্মের বাস। নথিপত্র দেখালেও রাজস্থান পুলিশ ও বিএসএফ শোনেনি।
#REL