দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র শোরগোলের মধ্যেই বড়সড় সাফল্য পেল পুলিশ। মোবাইল টাওয়ারের অবস্থান (GPS Location) এবং কল রেকর্ড ট্র্যাক করে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি পলাতক অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।
আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার শনিবার রাতেই নির্যাতিতার বাবা এবং তাঁর সহপাঠীর সঙ্গে বিস্তারিত কথা বলেন। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন নির্যাতিতা ওই সহপাঠীর সঙ্গেই বাইরে বেরিয়েছিলেন।
#REL