দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে মা দুর্গার আরাধনা চলেছে ন'দিন ধরে। সাড়ম্বরে নবরাত্রি পালন করেছেন মানুষ। নবমীর দিনই মহারাষ্ট্রের থানে (Maharashtra Thane) এলাকায় এক ছ'বছরের নাবালিকার ভয়াবহ ধর্ষণ-খুনের ঘটনা সামনে এসেছে।
পুলিশের জানানো খবর অনুযায়ী, ভিওয়ান্ডি শহরে ১ অক্টোবর ঘটেছে এই নৃশংসতা। অভিযুক্ত ৩৩ বছর বয়সি একজন পাওয়ারলুম (যান্ত্রিক তাঁত) শ্রমিক। এর আগেও ছয় বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় পলাতক হিসেবে পুলিশের খাতায় তার নাম ছিল। এবারও একই ধরনের নৃশংসতায় অভিযুক্ত সে।