দ্য ওয়াল ব্যুরো: ভাইপোকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেফতার হলেন কাকা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই নৃশংস ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
মৃতের নাম রাকেশ (১৯), আগ্রার বাসিন্দা ছিলেন। পুলিশ সুত্রে জানা গেছে, গত বছর ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ কাকার হাতে খুন হন যুবক। এরপর ড্রাম থেকে তাঁর দগ্ধ দেহ উদ্ধার হয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর দেহ শনাক্ত করা হয়। তদন্তে নেমে অভিযুক্ত দেবীরামকে গ্রেফতার করে পুলিশ।
#REL