দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন (Assembly Election, West Bengal)। সেদিকে লক্ষ্য রেখে প্রচারের মেগা বাজেট (BJP's 'mega budget) নিয়ে জোর আলোচনা পদ্ম শিবিরে। দলীয় সূত্রের দাবি, সংগঠন-প্রচার মিলিয়ে ২৬ এর ভোটে বাংলায় বিজেপির খরচের মোট অঙ্ক ১ হাজার কোটি ছাপিয়ে যেতে পারে।
তবে তাৎপর্যপূর্ণ বিষয়, প্রচারের আর্থিক ব্যয়ের রাশ রাজ্য নেতৃত্বের হাতে নয়। প্রচার থেকে বুথস্তরের খরচ—সবই নিয়ন্ত্রিত হবে দিল্লির শীর্ষ নেতৃত্বের অনুমোদনে। কোন বিধানসভায় কত টাকা বরাদ্দ, কোথায় কত খরচ—সব কিছুতেই এবার চূড়ান্ত সিদ্ধান্তের ছাপ থাকবে কেন্দ্রের।