রফিকুল জামাদার ও শুভম সেনগুপ্ত
জয়ের কোনও বাস্তব সম্ভাবনা ছিল না, তা বিলক্ষণ জানত বাম-কংগ্রেস। তবু লক্ষ্য ছিল রাজ্যে মেরুকরণের রাজনীতির ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টা। কালীগঞ্জের উপনির্বাচনে সেই প্রয়াসে একসঙ্গে কোমর বেঁধে মাঠে নামে দুই দল। কিন্তু জামানত রক্ষা করতে পারেনি। তাহলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ব্লু প্রিন্ট কেমন হবে? দ্য ওয়ালকে সিপিএম (CPIM) রাজ্য সম্পাদক স্পষ্ট করে জানিয়ে দিলেন, সবটাই নির্ভর করবে অপর পক্ষের সিদ্ধান্তের উপর।