দ্য ওয়াল ব্যুরো: ফ্যাশনের দুনিয়ায় সাহসী এবং ব্যতিক্রমী পদক্ষেপ মানেই উরফি জাভেদ। আর এবার তিনি আলোচনায় এক অভিনব ‘চার হাতের’ কালো পোশাক পরে। ম্যানেকুইনের মতো প্লাস্টিক ধাঁচের পোশাকে দু’টি বাড়তি হাত—একটিতে ধরা গোলাপের তোড়া! দেখেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে চমক ও প্রশংসার ঝড়।
সম্প্রতি এই কালো পোশাকে উরফি ধরা দিলেন ক্যামেরার সামনে। ফিগার-হাগিং পোশাকটি তাঁর শরীরের সঙ্গে মিশে গিয়েছে যেন, নজর কেড়েছে তাঁর লাল ঠোঁট ও ঝকঝকে হাই হিল। সাধারণ সাজে কেবল পনিটেল আর হালকা মেকআপ, তবে পুরো লুকেই অভিনব ডিজাইন।
#REL