দ্য ওয়াল ব্যুরো: পাটনার হাসপাতালে গুলিকাণ্ডে কলকাতা থেকে আটক আরও পাঁচজন। শনিবার রাতে আনন্দপুর এলাকার একটি গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের ধরল পুলিশ। পাটনার হাসপাতালে আইসিউতে ঢুকে এক গ্যাংস্টারকে গুলি করে খুনের ঘটনায় পুলিশের জালে এখনও পর্যন্ত ১১ জন।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সিসিটিভি ফুটেজে একটি গাড়িকে কলকাতার দিকে আসতে দেখা যায়। সেই গাড়ির সূত্র ধরেই তদন্তে নতুন তথ্য পাওয়া যায়। এরপর কলকাতার আনন্দপুর, ভাঙড়-সহ বিভিন্ন এলাকায় শুরু হয় তল্লাশি। অবশেষে আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে সন্দেহভাজন পাঁচ জনকে আটক করে পুলিশ।
#REL