দ্য ওয়াল ব্যুরো: 'কোল্ডপ্লে'র (Coldplay) কনসার্টে প্রকাশ্যেই এক সহকর্মীকে আলিঙ্গন ও ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়েছিলেন মার্কিন সংস্থা Astronomer-এর সিইও অ্যান্ডি বাইরন। তাতেই বিতর্কের ঝড়। ওই ঘটনার পরদিনই অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যেই নিজের পদ থেকে ইস্তফা দিলেন তিনি।
অ্যান্ডি বাইরনের পদত্যাগের কথা সংস্থার তরফে জানানো হয়েছে একটি LinkedIn পোস্টে। সেখানে বলা হয়েছে, "সংস্থার শুরু থেকেই আমরা মূল্যবোধ ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে চলেছি। আমাদের কর্মীদের শুধু কাজ নয়, আচরণ ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও উদাহরণ তৈরি করতে হয়। তবে সম্প্রতি সেই মান বজায় রাখা হয়নি।"
#REL