দ্য ওয়াল ব্যুরো: 'সিপিএম এবং আরএসএসের বিরুদ্ধে আদর্শের দিক থেকে লড়াই করি,' লোকসভায় বললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তুঙ্গে বিতর্ক, চাপানউতর ইন্ডিয়া জোটোর অন্দরে। এনিয়ে ক্ষুব্ধ বাম নেতা-কর্মীরাও। ফের প্রশ্নের মুখে জোটের ভবিষ্যৎ।
কেরলে এক অনুষ্ঠানে রাহুল আরএসএস ও সিপিআইএম-কে একাসনে বসিয়ে যেভাবে ‘মানবিকতার অভাব’-এর অভিযোগ তুলেছেন, তা নিয়ে শুরু হয় সমস্যা। সূত্রের খবর, শনিবার জোটের অনলাইন বৈঠকেও এই বিষয়টি তুলে ধরেন সিপিআই নেতা ডি রাজা।
#REL