দ্য ওয়াল ব্যুরো: প্রায় আড়াই মাস আগে উত্তরপ্রদেশের আগ্রা থেকে অপহরণ হয়েছিল আট বছরের এক নাবালক (Agra boy found dead in Rajasthan)। শনিবার তার মৃতদেহ উদ্ধার হল রাজস্থানের এক গ্রামে। কবর থেকে খুঁড়ে বের করা হল পচাগলা দেহ। দুই রাজ্যের পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত করছে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অভয়। সে ছিল আগ্রার বিজয়নগরের বাসিন্দা বিজয় প্রতাপের ছেলে। বিজয় পেশায় একজন পরিবহণ সংস্থার মালিক।
#REL