দ্য ওয়াল ব্যুরো: চলে গেলেন ‘ডন’-এর পরিচালক। প্রয়াত বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা চন্দ্র বারোট। রবিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৬।
স্ত্রী দীপা বারোট জানিয়েছেন, দীর্ঘ সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসে (ফুসফুসের একটি জটিল রোগ) ভুগছিলেন চন্দ্র। গুরু নানক হাসপাতাল এবং তার আগে জসলোক হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা। একাধিক থেরাপি প্রয়োগ করা হলেও বয়সজনিত জটিলতার কারণে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
#REL