দ্য ওয়াল ব্যুরো: ফারহান আখতারের পরিচালনায় ‘ডন ৩’ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে ক্রমাগত। এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়ে প্রথমবার একসঙ্গে বড়পর্দায় আসছেন রণবীর সিং ও কৃতি স্যানন—এমনটাই বলি মহলের জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাবে এই প্রতীক্ষিত ছবি।
এই জল্পনার মাঝেই ভাইরাল হয়েছে এক পুরনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মুহূর্ত। যেখানে মঞ্চে রণবীর সিং নিজেই কৃতি স্যাননকে প্রশ্ন করেন—“আমরা কবে একসঙ্গে কাজ করব?” উত্তরে আবেগঘন ভাষায় নিজের অভিনয় যাত্রার কথা বলেন কৃতি।
#REL