দ্য ওয়াল ব্যুরো: রাশিয়ার কাছে কামচাটকা উপকূলের পূর্বে প্রশান্ত মহাসাগরে প্রবল ভূমিকম্প অনুভূত হল রবিবার। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (USGS) জানিয়েছে, কমপক্ষে পাঁচটি ভূমিকম্প হয়েছে ওই অঞ্চলে পর পর। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৪। এর জেরে কামচাটকার কিছু অংশে জারি করা হল সুনামির সতর্কতা।
প্রথমে জার্মানির গবেষণা কেন্দ্র (GFZ) ভূকম্পনটির মাত্রা ৬.৭ বলে জানালেও পরে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) এবং USGS তা সংশোধন করে ৭.৪ জানায়।
#REL