দ্য ওয়াল ব্যুরো: কেরিয়ারের তুঙ্গে যখন, বোলারদের দাপটের সঙ্গে শাসন করেছেন, একহাতে ভেঙেছেন রেকর্ড, অন্যহাতে গড়েছেন, তখনও এই নজির বিরাট কোহলির (Virat Kohli) অধরা ছিল।
আজ যখন কেরিয়ারের অন্ত্যলগ্নে, টেস্ট থেকে অবসর নিয়েছেন সদ্য, গত বছর টি-২০ ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন, তখন ক্রিকেটের তিন ফর্ম্যাটে ন’শোর উপর রেটিং (ICC Ratings) তোলার বিরল কৃতিত্ব অর্জন করলেন কোহলি। টেস্টে ৯০৯, ওয়ান ডে-তে ৯৩৭ এবং টি-২০-তে ৯০৯—তিন মঞ্চে এমন মাইলস্টোন ছোঁয়ার রেকর্ড খুব বেশি কারও নেই।