দ্য ওয়াল ব্যুরো: প্রেমে অন্ধ! আর সেই অন্ধবিশ্বাসেই প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে বেলজিয়াম থেকে ফ্রান্সে এক মডেলের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছিলেন যুবক। ভেবেছিলেন, এ বার নিজের প্রেমিকাকে বাস্তবে কাছে পাবেন। কিন্তু গিয়ে যা ঘটল, তা যেন সিনেমার থেকেও বেশি নাটকীয়!
এক বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের বাসিন্দা মিশেল নামের ওই ব্যক্তি প্রায় ৪৭২ মাইল গাড়ি চালিয়ে পৌঁছন ফরাসি মডেল সোফি ভুজেলোর কাছে। মিশেল নিশ্চিত ছিলেন, সোফিই তাঁর স্ত্রী হতে চলেছেন। কিন্তু সেই রোম্যান্টিক কল্পনার করুণ পরিণতি হয় যখন দরজা খোলেন এক পুরুষ, নিজেকে সোফির স্বামী বলে পরিচয় দেন তিনি।