দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই ২১ জুলাই। তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক দিন। মূলত, এই দিনই নির্ধারিত হয় তৃণমূলের আসন্ন রণকৌশল। আগামীতে ঠিক কোন পথ ধরে এগবে তৃণমূল আভাস মেলে ২১ এর মঞ্চে। শহরের বিভিন্ন প্রান্তে চলছে ২১ জুলাইয়ের প্রস্তুতি। কোথাও বাঁধা হয়েছে মঞ্চ, কোথাও বা চলছে জমায়েত। ধর্মতলার পাশাপাশি শহরের অন্যতম স্টেডিয়াম গীতাঞ্জলিতেও জোরকদমে চলছে শহিদ স্মরণের আয়োজন।
#REL