দ্য ওয়াল ব্যুরো: শশী তারুর ও কংগ্রেস দলের মধ্যে সম্পর্কের ফাটল এবার আরও ঘনীভূত হল। কেরলের বর্ষীয়ান কংগ্রেস নেতা কে মুরলীধরণ রবিবার কার্যত ‘ঘোষণা’ করলেন, তারুর এখন আর “আমাদের কেউ নন”। তাঁর দাবি, যতদিন না তারুর জাতীয় নিরাপত্তা বিষয়ে তাঁর অবস্থান বদলাচ্ছেন, ততদিন তাঁকে তিরুভনন্তপুরমে কোনও কংগ্রেস অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হবে না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুরলীধরণ বলেন, “ওঁকে তো আমরা আমন্ত্রণ জানাচ্ছি না, কাজেই তিনি বয়কট করছেন কি না—সেই প্রশ্নই ওঠে না।”
#REL