দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের মেগা সমাবেশ ঘিরে প্রস্তুত শহর কলকাতা। রাজ্যের নানা প্রান্ত থেকে শহরে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গ থেকেও একে একে ট্রেন ঢুকছে আর তাতে আসছেন সমর্থকরা। ফলে সোমবার ভোর থেকেই গিজ গিজ করছে লোক ধর্মতলা চত্বরে।
যেখানে হাজার হাজার মানুষের জমায়েত, সেখানে নিরাপত্তা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণও বড় চ্যালেঞ্জ। তাই রাস্তায় নেমেছে কলকাতা পুলিশ। দায়িত্ব সামলাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। জারি হয়েছে একাধিক নির্দেশিকা।
#REL