দ্য ওয়াল ব্যুরো: একদিনে পরপর দু’টি উড়ান বাতিল করল ইন্ডিগো। তিরুপতি থেকে হায়দরাবাদগামী ওই দুটি বিমান মাঝ আকাশে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ে ফিরে আসে তিরুপতি বিমানবন্দরে। যদিও কোনও যাত্রী আহত হননি বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
রবিবার সন্ধেবেলায় তিরুপতি থেকে উড়ে যায় ইন্ডিগোর ৬ই ৬৫৯১ নম্বর ফ্লাইট। সন্ধে ৭টা ৫৫ মিনিটে আকাশে ওড়ে বিমানটি। কিছুটা যাওয়ার পরই মাঝ আকাশে দেখা দেয় প্রযুক্তিগত বিভ্রাট। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানটি প্রায় ৪০ মিনিট ধরে আকাশেই চক্কর কাটে। এরপরই পাইলট ও ক্রু সদস্যরা সিদ্ধান্ত নেন তিরুপতিতে ফিরে আসার।
#REL