দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি যশবন্ত বর্মার অপসারণের দাবিতে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য ১০০-র বেশি সাংসদ স্বাক্ষর করেছেন। লোকসভায় এই প্রস্তাব পেশ করার জন্য যে প্রয়োজনীয় সমর্থনের সীমা ছিল, তা ইতিমধ্যেই পার হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
সব দলের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছেন সংসদীয় কার্যমন্ত্রী কিরেণ রিজিজু। তিনি স্পষ্ট করেছেন, চলতি অধিবেশনেই প্রস্তাবটি আনতে চায় সরকার। “বিচারব্যবস্থার মধ্যে দুর্নীতি অত্যন্ত উদ্বেগজনক,” মন্তব্য রিজিজুর। তিনি আরও জানিয়েছেন, এই উদ্যোগে সরকারকে কংগ্রেস-সহ বিরোধী দলগুলিও সমর্থন করছে।