দ্য ওয়াল ব্যুরো: পাটনায় হাসপাতালে ঢুকে গ্যাংস্টারকে গুলি (Patna Hospital Firing) করে খুনের ঘটনায় সামনে এল এক প্রত্যক্ষদর্শীর বয়ান। জামিনে ছাড়া পেয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন চন্দন মিশ্র। তাঁকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত তৌসিফ খান-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনার বেসরকারি হাসপাতালের ২০৯ নম্বর ঘরে ভর্তি ছিলেন চন্দন মিশ্র (Chandan Mishra)। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন দুর্গেশ পাঠক এবং কৃষ্ণকান্ত পাণ্ডে। দুর্গেশ জানান, সেদিন পাঁচজন দুষ্কৃতী আচমকাই ঘরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। চন্দনের গায়ে একাধিক গুলি লাগে।