দ্য ওয়াল ব্যুরো: পরিবেশবান্ধব পরিবহনের দিকে আরও এক ধাপ এগোলো ভারত। আগ্রা থেকে গোয়ালিয়র ও আলিগড় পর্যন্ত দু’টি নতুন ছয় লেনের এক্সপ্রেসওয়ে তৈরি করার ঘোষণা করল ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। এই দুই এক্সপ্রেসওয়েতে থাকছে আধুনিক ইলেকট্রিক ভেহিকল বা গাড়ি (EV) চার্জিং স্টেশন, ফুড প্লাজা এবং পেট্রল পাম্প - যা বিদ্যুৎচালিত যানবাহনের ব্যবহারকে আরও উৎসাহিত করবে।
এই উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র ভ্রমণ সময় কমানো নয়, আঞ্চলিক সংযুক্তি এবং পরিবহণ ব্যবস্থারও উন্নয়ন ঘটবে বলে মনে করছে সরকার।
#REL