দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে (Queensland) বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই পাইলট। এটিএসবি সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে ওয়ারউইক শহর থেকে উড়ে আসা একটি ছোট বিমান ওকির সেনা বিমানঘাঁটির কাছে ভেঙে পড়ে। তারপরই আগুন ধরে যায়। প্রশিক্ষণ চলাকালীনই ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানে থাকা দু'জন পাইলটের মৃত্যু হয়েছে (Plane Crash in Queensland)।
দুপুর তিনটে নাগাদ ওকির সোয়ার্টজ ব্যারাকে অবস্থিত আর্মি অ্যাভিয়েশন সেন্টারে অবতরণের সময় আচমকা ভেঙে পড়ে বিমানটি। তারপরই আগুন ধরে যায়।
#REL