দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL) খেললে না—ভাল কথা। সামনে বিশ্বকাপ, অলিম্পিক্স… সেখানেও আমাদের এড়িয়ে যাওয়ার ধক আছে তো?
ঠারেঠোরে এই ভাষাতেই ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সলমন বাট (Salman Butt)। জানালেন, পাকিস্তানকে অগ্রাহ্য বা বয়কটের রাস্তা নিলে পড়শি মুলুক যেন জাতীয়তাবাদের অবস্থানে সবসময় অনড় থাকে।