দ্য ওয়াল ব্যুরো: জীবনের শতবর্ষ অতিক্রম করার পর অবশেষে থেমে গেল তাঁর লড়াই। প্রয়াত হলেন কেরলের প্রবীণতম বাম নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Kerala Chief Minister) ভিএস অচ্যুতানন্দন (VS Achuthanandan)। সোমবার বিকেলে তিরুঅনন্তপুরমের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (Passed Away) বর্ষীয়ান এই নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর।
এক মাস আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসার পরেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ কেরল ও জাতীয় বাম রাজনীতি।
#REL