দ্য ওয়াল ব্যুরো: ডেবিউ ছবিতেই চমক দেখালেন আহান পান্ডে। মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’ মুক্তির পর তিন দিনেই দেশের বক্স অফিসে তুলেছে ৮৩ কোটি টাকা। শুক্রবার ছবিটি আয় করে ২১ কোটি, শনিবার ২৫ কোটি এবং রবিবার ৩৭ কোটি টাকা। প্রথম সপ্তাহান্তেই ছবিটি ঝুলিতে ভরেছে একাধিক রেকর্ড।
আলিয়া, অনন্যা, রাজকুমারকেও পিছনে ফেলল আহান