দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের ( TMC Martyrs' Rally) মহাসমাবেশে দলের সব স্তরের নেতাদের উপস্থিতি ছিল বাধ্যতামূলক। কিন্তু সেই সভায় আদৌ উপস্থিত ছিলেন কি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)? দলেই উঠছে প্রশ্ন।
সোমবার ধর্মতলায় দলের ঐতিহ্যবাহী সমাবেশের দিন অনুব্রতের উপস্থিতি নিয়ে জল্পনা চরমে। দলীয় নেতা-কর্মীদের বড় অংশই বলছেন, তাঁরা কোথাও কেষ্ট’দাকে দেখেননি, না মঞ্চে, না দর্শকাসনে, না মঞ্চের পিছনে। এমনকি মঞ্চে উপস্থিত ছিলেন তাঁর ‘প্রতিদ্বন্দ্বী’ কাজল শেখও। তিনিও জানান, কেষ্টকে দেখেননি।
#REL