দ্য ওয়াল ব্যুরো: পাইলটের তৎপরতায় এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা। উড়ান শুরু করার মুহূর্তেই ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ব্রেক কষে থামালেন বিমান।
১৬০ জন যাত্রী নিয়ে দিল্লি-কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝপথে টেক-অফ বাতিল করল যান্ত্রিক সমস্যার কারণে। জানা গিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ানে টেক-অফ রোল শুরু হওয়ার সময়ই ত্রুটির ইঙ্গিত মেলে।
#REL