দ্য ওয়াল ব্যুরো: ভগবান ভেঙ্কটেশ বা বালাজির পুজোয় শুধুমাত্র দেশি গরুর দুধ ব্যবহার করা হোক—এ ই দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছিল। তবে সোমবার ভারতের সর্বোচ্চ আদালত সেই আর্জি খারিজ করে দেয় এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, “ভগবানের প্রতি প্রকৃত ভালবাসা জীবিত প্রাণীদের সেবায়, এই ধরনের বিষয়ে নয়।”
বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি এন কোটীশ্বর সিং-এর ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানিতে বলেন, “এই ধরনের ইস্যুর চেয়েও সমাজে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ঈশ্বরের প্রকৃত আরাধনা জীবজন্তুর সেবায় নিহিত, এই সব রীতি-কর্মে নয়।”