শঙ্খদীপ দাস
সোমবার একুশের মঞ্চ (21 July) থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কী বলতে পারেন, তার দেওয়াল লিখন মোটামুটি স্পষ্ট ছিল। হয়েছেও তাই। মূলত দুটি বিষয় মুখ্য হয়ে উঠে এসেছে। এক— ভিন রাজ্যে কিছু বাঙালির আক্রান্ত হওয়ার ঘটনা ও বাঙালি অস্মিতার প্রসঙ্গ এবং দুই— ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে নির্বাচন কমিশনের নবতম উদ্যোগ।
প্রথম বিষয় প্রথমে। কৌতূহল হতে পারে, কেন ঘুরে ফিরে বাংলা ও বাঙালির প্রসঙ্গে টেনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়?