অমল সরকার
উপরাষ্ট্রপতির (Vice President) পদ থেকে আচমকা ইস্তফা দিয়ে গোটা দেশ এমনকী কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্বকে চমকে দিয়েছেন জগদীপ ধনকড় (Jagdwip Dhankar)। তিনি হলেন তৃতীয় উপরাষ্ট্রপতি যিনি মেয়াদ শেষের আগে সরে গেলেন। এর আগে ভিভি গিরি এবং আর ভেঙ্কটরমন মাঝপথে ইস্তফা দেন। দু'জনেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।