দ্য ওয়াল ব্যুরো: নেহাত দেশের কথা মাথায় রেখে সেমিফাইনালে নামিনি, তাই। নামলে আমরাই দক্ষিণ আফ্রিকার স্টাইলে ওদের দুমড়ে দিতাম।
মোটামুটি এই ভাষাতেই লেজেন্ডদের বিশ্বকাপ ফাইনালে (WCL Final) প্রোটিয়াদের হাতে দুরমুশ পাকিস্তান চ্যাম্পিয়নসের (Pakistan Champions) কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন সুরেশ রায়না (Suresh Raina)।