দ্য ওয়াল ব্যুরো: দলনেতা শুভমান গিল (Shubhman Gill) কতখানি বিরাট কোহলি (Virat Kohli)… কতটুকু এমএস ধোনি (MS Dhoni)… নাকি দুজনের মাঝামাঝি কিছু?
উত্তরটা লর্ডস টেস্টের (Lord’s Test) পর হাওয়ায় ঘুরপাক খাচ্ছে। যদিও এর উত্তর যিনি সবচেয়ে ভাল দিতে পারবেন, প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের মতে, তিনি শুভমানের বাবা লখবিন্দর সিং (Lakhwinder Singh)।
পাঞ্জাবের মানুষ। পাঞ্জাবেই জন্ম ও বেড়ে ওঠা। ক্রিকেটার হতে চেয়েছিলেন। কিন্তু হতে পারেননি। সেভাবে সুনাম কুড়োতে ব্যর্থ। তাই দেহমনপ্রাণ ঢেলে ছেলেকে ক্রিকেটার বানাতে ঝাঁপিয়ে পড়েন।