দ্য ওয়াল ব্যুরো: বলিউডে প্রেমের গল্প যেন রূপকথার চেয়ে কম কিছু নয়। গ্ল্যামার, গসিপ আর গুজবের মাঝেও কিছু সম্পর্ক ছাপিয়ে যায় সব বাধা—এমনকি বয়সের ফারাকও। কখনও প্রেম শুরু হয়েছে আলোড়ন তুলে, কখনও বা নিঃশব্দে, কিন্তু এই জুটিগুলো প্রমাণ করেছে যে ভালোবাসার পথে বয়স কোনও বাঁধা নয়। এমন কিছু বিখ্যাত বলিউড জুটি, যাদের সম্পর্ক যেমন অপ্রত্যাশিত, তেমনই অনুপ্রেরণাদায়ক।
#REL