দ্য ওয়াল ব্যুরো: সাবিনা পার্কের ওই দিনটা যেন প্রতীক হয়ে রইল… অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অলআউট মাত্র ২৭ রানে। কী বলা যায় একে? ইতিহাসের মর্মান্তিক পালাবদল? নাকি ওঠানামার এই জীবনের নির্মম সত্য?
এক সময়ের ভয়ঙ্কর দল এখন হাসির খোরাক। অ্যান্ডি রবার্টস, বর্ণময় সাম্রাজ্যের নীরব স্থপতি, ধরা গলায় বলেছিলেন, ‘আমরা অনেক নিচে নেমেছি, কিন্তু ভাবিনি আরও নিচে নামতে পারি। এখন বুঝছি—খাদের তলাটা কেমন!’