দ্য ওয়াল ব্যুরো: জুলাই আন্দোলন তথা বিপ্লবের বর্ষপূর্তির এখনও আট দিন বাকি। এরই মধ্যে বিমান দুর্ঘটনাকে (Dhaka Air Force Jet Crash) কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। গত বছর এই সময় কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তাল ছিল ঢাকা-সহ একাধিক শহর। শহরের রাস্তা জুড়ে একদিকে ছিল পুলিশ-জনতা সংঘর্ষ। মুহুর্মুহ চলছিল গ্যাস, গুলি, সাউন্ড গ্রেনেড। সেই কাজে বেশি সক্রিয় ছিল পুলিশ।
অন্যদিকে, পথে থেকেও আন্দোলনকারীদের ভাঙচুর, দাঙ্গা-হাঙ্গামা আটকাতে হাত গুটিয়ে ছিল সেনাবাহিনী। ওয়াকার উজ জামানের বাহিনী তখন দেশবাসীর চোখে ছিল হিরো, দেশপ্রেমিক সেনা।
#REL