সোমা লাহিড়ী
মা ডাকের মধ্যে অদ্ভুত একটা নির্ভরতা জড়িয়ে থাকে। আর সেই মা যদি হন জগজ্জননী তাহলে তো সন্তানের আকুলতার সীমা থাকে না। সারদা দেবী এমনই মা আমাদের। স্বামী বিবেকানন্দ বলতেন 'জ্যান্ত দুর্গা'। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, 'ও সারদা ,মহা বুদ্ধিমতী, সরস্বতীর অংশ, জ্ঞান দিতে এসেছে।'