দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়িতে বেঙ্গালুরুতে চাকরির টোপে যুবতী পাচারের ছক ভেস্তে দিল জিআরপি ও আরপিএফ। নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP) থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার করা হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ৫৬ জন যুবতীকে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে কলকাতার এক ব্যক্তি ও শিলিগুড়ির এক মহিলাকে।
জানা গিয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং ডুয়ার্স এলাকার এই ৫৬ জন যুবতীকে একটি বেসরকারি সংস্থায় চাকরির প্রলোভন দেখিয়ে বেঙ্গালুরু নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তাদের তোলা হয় পাটনাগামী ট্রেনে, যা ঘিরে সন্দেহ তৈরি হয় নিরাপত্তা বাহিনীর।
#REL