দ্য ওয়াল ব্যুরো: এক মঞ্চে প্রথমবার। কাজল ও টুইঙ্কল খান্না, দু’জনেই নব্বইয়ের দশকের বলিউডের জনপ্রিয় মুখ। এবার কোনও সিনেমায় নয়, একসঙ্গে ধরা দেবেন অ্যামাজন প্রাইম ভিডিওর একটি নতুন টক শোয়ের উপস্থাপক হিসেবে। শোয়ের নাম ‘Too Much with Kajol & Twinkle’। মঙ্গলবার প্রাইম ভিডিওর তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে এই নতুন অনুষ্ঠান ঘিরে।
অ্যামাজনের তরফ থেকে প্রকাশিত একটি প্রোমো ছবিতে দেখা গিয়েছে, কাজল ও টুইঙ্কল দু’জনেই বিস্মিত চোখে কিছু একটা দেখছেন। পোস্টের ক্যাপশনে লেখা, “চা তো ওরা খেয়েই নিয়েছে, কিন্তু বাকি অনেক কিছু এখনও বাকি!” মজার ছলে শোয়ের টোন বুঝিয়ে দেওয়া হয়েছে ক্যাপশনেই।