দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাইয়ের সমাবেশে অংশগ্রহণ না করলে কি চাকরি চলে যেতে পারে? ধর্মতলা চত্বরে তৃণমূলের কর্মী সমর্থকদের না নিয়ে যাওয়ার কারণে চালকদের সাসপেন্ড করায় এবার এই প্রশ্নই উঠছে। ৩৭ নম্বর রুটের বাস চালকেরা এই অভিযোগ তুলছেন।
#REL
তাঁরা জানান, ২১ জুলাইয়ের দিন তাঁরা বাস না চালানোর সিদ্ধান্ত নেন। সাধারণত ২১ জুলাই শহরের সমস্ত বাস ধর্মতলার দিকেই যায়। কিন্তু ওইদিন ৩৭ নম্বর রুটের বাস চালকেরা ধর্মতলা যাননি। আজ তাঁরা জানতে পারেন তাঁদের সাসপেন্ড করা হয়েছে।