দ্য ওয়াল ব্যুরো: আজ, বুধবার প্রধান বিচারপতি (CJI) বি.আর. গাভাই এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার “অশোভন আচরণ” সম্পর্কিত ইন-হাউস তদন্তের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথায়, “আমি এই মামলাটি শুনতে পারব না, কারণ আমি ওই কমিটির অংশ ছিলাম। আমরা এটি তালিকাভুক্ত করব, এবং অন্য বেঞ্চ গঠন করা হবে।” সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবালের বক্তব্যের পর প্রধান বিচারপতি এই মন্তব্য করেন।
#REL