দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে ভারতের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের আচমকা পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পর থেকেই দেশের রাজনীতিতে চাপানউতোর চলছে। এদিকে, সরকারি সূত্র বলছে, তার আগে সোমবার রাতেই তিনি 'অনির্ধারিতভাবে' রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন।
সোমবার রাত ৯টা নাগাদ ধনকড় রাষ্ট্রপতির কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেন। এরপর ঠিক আধঘণ্টার মধ্যেই, রাত ৯টা ২৫ মিনিটে, তাঁর পদত্যাগপত্রের কপি X (পূর্বতন টুইটার)-এ প্রকাশ করেন তিনি।
#REL