দ্য ওয়াল ব্যুরো:
নীল জলরাশি, ভেজা চুল, হাওয়ার ছোঁয়া আর দিগন্তে হারিয়ে যাওয়া দু’টি চোখ…
সমুদ্রের ঢেউয়ের মতোই শান্ত, আবার বুনো ঝড়ের মতোই দামাল
সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে একরাশ নীল জলকে চোখে মিলিয়ে দিচ্ছেন মিমি চক্রবর্তী। ভেজা শরীরে, গায়ে নীল বিকিনি, হাতে নীল স্কার্ফ—চোখে অন্য জগৎ। পা ছুঁয়ে যাওয়া ঢেউগুলো তাঁর পায়ের ছাপ মুছে ফেলছে, কিন্তু দর্শকদের মনে রেখে যাচ্ছে এক অমোচনীয় ছাপ।
#REL