দ্য ওয়াল ব্যুরো: ট্রেনপথে কচ্ছপ পাচার রুখে বড়সড় সাফল্য পেল মালদহ টাউন স্টেশনের ( Maldah TowN GRP)। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা এক্সপ্রেসে (Farakka Express) অভিযান চালিয়ে ট্রেনের একটি সাধারণ কামরা থেকে পাঁচটি বস্তায় ভরা মোট ২৬৮টি কচ্ছপ (Turtle Smuggling) উদ্ধার করেন জিআরপির আধিকারিকরা।
জিআরপির আইসি প্রশান্ত রায় জানিয়েছেন, দিল্লি থেকে আসা ফরাক্কা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে মালদহ টাউন স্টেশনে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তল্লাশি অভিযান শুরু হয়। সেখানেই ট্রেনের একটি জেনারেল কামরা থেকে পাঁচটি বস্তা উদ্ধার করা হয়, যেগুলি থেকে বেরিয়ে আসে শত শত কচ্ছপ।