দ্য ওয়াল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) বাড়ি থেকে বেরিয়ে নিজের থানা এলাকার মধ্যেই যাতায়াতের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন জানিয়েছিলেন। তবে সেই আবেদনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।
সোমবার বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, আপাতত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। জামিন মামলার শুনানি শেষ হওয়ার পরেই সেই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
#REL