দ্য ওয়াল ব্যুরো: বিহারে (Bihar) যেভাবে এনডিএ-র (NDA) ঝড় বয়েছে, সেই আবহে নজর কাড়ছে ছাপরা আসনের লড়াই। সেখানে তারকা প্রার্থী কেশরি লাল যাদবকে (Khesari Lal Yadav) পিছনে ফেলে দিয়েছেন বিজেপির ছোটি কুমারী (Choti Kumari)। বিকেল সাড়ে পাঁচটার হিসেব বলছে - ৬ হাজার ১০০ ভোটের বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি।
এই আসনটি এবার থেকেই বিশেষ নজরে ছিল। কারণ জনপ্রিয় ভোজপুরি অভিনেতা-গায়ক কেশরি লাল যাদব (Khesari Lal Yadav) আরজেডির টিকিটে ময়দানে নামায় লড়াই পেয়েছিল বাড়তি রঙ। ধারণা ছিল, তাঁর জনপ্রিয়তা ভোট বাক্সে প্রভাব ফেলবে। কিন্তু মাঠের বাস্তব বলছে ভিন্ন চিত্র।